আন-নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ বিতরণ

আলহামদুলিল্লাহ!

মহান রাব্বুল আলামীনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া।

১৭ সেপ্টেম্বর, ২০২৪ মঙ্গলবার An-Najat Foundation (আন-নাজাত ফাউন্ডেশন)-এর পক্ষ থেকে কিছু বিপর্যস্ত মানুষদের হাতে আজ নগদ অর্থ উপহার স্বরুপ দেয়া হয়।

donation-annajat-foundation-1 আন-নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ বিতরণ

আসলে কমবেশ সব এলাকার কিছু মানুষ এমন আছেন, যারা আপনাকে কোনো সময় মুখফুটে বলবে না যে- কষ্টে দিন কাটছে। কিন্তু আশেপাশে অনেক ধনবান ব্যক্তিরা থাকার পরেও এদের প্রতি তেমন খেয়াল হয় না। বিশেষ করে বিগত বন্যায় এখনও অসংখ্য পরিবার সর্বহারা।

এসব বিপদগ্রস্ত না-বলা মানুষদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের অবস্থান জানা বিত্তশীলদের অবশ্য কর্তব্য।

আমরা আন-নাজাত ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু মানুষদের যৎসামান্য সহযোগিতা করার চেষ্টা করেছি। আল্লাহ কবুল করুন।

ইন-শা-আল্লাহ ভবিষ্যতে এ ধারা বিভিন্নভাবে অব্যাহত থাকবে। শিক্ষা-দাওয়া-সেবা ও সুস্ত সংস্কৃতির বিকাশ সাধনের মহান লক্ষে আন-নাজাত ফাউন্ডেশন আপনাদের পাশে সদা নিয়োজিত থাকবে।

তাই আপনার বিশ্বস্ত ঠিকানা হতে পারে আন-নাজাত ফাউন্ডেশন

আল্লাহ সকলের সার্বিক সহযোগিতাকে কবুল করুন। সবাইকে উভয়কালের কামিয়াবি দান করুন। আমীন!

এই কন্টেন্ট শেয়ার করুন:

One thought on “আন-নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ বিতরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *