তাবলীগ জামাত : আমল শুদ্ধ করার উর্বর প্লাটফর্ম

সকল পেশার মানুষের ঈমান আমল সহিহ করার অন্যতম মাধ্যম প্রচলিত তাবলীগ জামাত।

বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটিসহ আমজনতা সঠিক ঈমান আমল গঠনের অন্যতম মাধ্যম হচ্ছে তাবলীগে সময় দেয়া। তাবলীগ জামাতের মতানৈক্য সময় থেকে আজ অবধি এই মহান দাওয়াতী সেক্টরটা নির্বাক হতাশ হওয়ার মত দুর্বল হয়ে আছে। যা উম্মাহর অনেক ক্ষতি সাধিত হয়েছে, হচ্ছে।

আমার কর্তব্যরত মসজিদে যেখানে আগে প্রায় মাসে দুই জামাত আসতো সেখানে বছরেও এখন একটি জামাত আসে না। আহ্ কতইনা বেদনাদায়ক! তবে আমাদের মসজিদ মাদ্রাসার তত্বাবধানে দাওয়াহমূলক বহুমুখী কার্যক্রম অব্যাহত আছে আলহামদুলিল্লাহ।

457730390_8179436502140740_5819884117747306057_n-1024x624 তাবলীগ জামাত : আমল শুদ্ধ করার উর্বর প্লাটফর্ম

এই ক্ষতি পুষিয়ে নেয়া নেহায়েত কঠিন, কিন্তু সবাই যার যার দিক থেকে চেষ্টা করলে আগের মত সব জায়গায় সাড়া পড়তে সময় লাগবে না। এজন্য প্রত্যেক জায়গার আলিম-উলামা, আইম্মায়ে কেরাম সময় দিতে হবে। কমপক্ষে দুই মাসে ৩ দিনের একটি জামাত নিয়ে বের হোন। দিনের একটা অংশ এই চিন্তায় ব্যয় করুন।

আমিত্ব আর সময় নাই বলে এড়িয়ে যাবেন না। আমাদের সবই আছে, কিন্তু ঠিকমত কাজে লাগানো যাচ্ছে না। যার অন্যতম কারণ হলো- উম্মাহ কনসেপ্ট নিয়ে দরদমাখা প্রশস্তচিন্তা, দূরদর্শিতা ও বিচক্ষণতার বড়ই অভাব। সীমাবদ্ধতা আত্মগরিমা ও লেগে থাকার অভাবে এই দৈন্যতা দিন দিন বাড়ছে। এথেকে আমাদের বের হয়ে আসতে হবে।

আমরা কয়েকজন বয়স্ক যুবক মিলে আজ ৩ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার তাবলীগে যাচ্ছি। ইনশাআল্লাহ এই ধারা অব্যাহত থাকবে। আপনিও শুরু করে দিন। লিওয়াজহিল্লাহ’র স্বার্থে উম্মাহর কল্যাণে কাজ করি, আল্লাহ আমাদের সহায় থাকবেন।

হাফিয মুফতি আব্দুর রহমান রাহমানী

এই কন্টেন্ট শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *