সিলেট শাহপরান মাজারে কেউ একটা ঢিলও ছুড়েনি

শাহ মমশাদ : শাহ পরান রহ: এর মাজারে একটি ঢিলও কেউ ছুড়েনি।

শাহবাগি নাস্তিক এমরান এইচ সরকার সহ আওয়ামী কয়েকটি মিডিয়া এই ছবি দিয়ে মাজারে হামলার মিথ্যা বানোয়াট খবর প্রচার করছে। প্রত্যেকের আই ডি থেকে বাস্তবতা তুলে ধরুন। জনগনের শান্তিপুর্ন আন্দোলনের কারণে মাজারের কথিত খাদেমরা নতি স্বীকার করেছে। গাজা-মদের আসর বন্ধের ঘোষণা দিয়েছে। জালেমের দোসর গাজাখোরদের অপপ্রচারের সমুচিত জবাব দিন। প্রত্যেকের আইডি হউক একেকটা মিডিয়া।

আল্লাহ আমাদের গাজাখোরদের অপপ্রচারের জবাব দেয়ার হিম্মত দিন।

এই কন্টেন্ট শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *