রাসুল ﷺ কে নিয়ে কটুক্তি করায় পুরো ইন্ডিয়া ফুঁসে ওঠেছে

ভারতের এক হি.ন্দু পুরোহিত ইসলাম ধর্ম এবং রাসুল ﷺ কে নিয়ে কটুক্তি করেছে, অতঃপর বি.জিপির এক নেতা আবার সেটাকে সমর্থন করেছে। এর পরিপ্রেক্ষিতে পুরো ইন্ডি.য়া ফুঁসে ওঠেছে।

মহারাষ্ট্রের একজন মুসলিম নেতা ইমতিয়াজ জলিলের আহ্বানে আজকে মহারাষ্ট্র থেকে হাজার হাজার গাড়িতে লক্ষাধিক মুসলমান মুম্বাইতে আগমন করেছে এবং তাদের ঈমানের পরিচয় দিয়েছে। ঐ পুরোহিতের বিচার দাবি করেছে।

ভার.তের বুকে এভাবে কালিমার পতাকা উড়িয়ে প্রতিবাদ করা দেখে মনটা ভরে গেল। ভার.ত জয়ের স্বপ্ন আরও সুদৃঢ় হলো। এই দেশ অচিরেই মুসলমানদের করতলে আসবে বিইজনিল্লাহ।

“রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন,
মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন”

– কাজী নজরুল ইসলাম

photo_2024-09-24_15-09-39-1024x1016 রাসুল ﷺ কে নিয়ে কটুক্তি করায় পুরো ইন্ডিয়া ফুঁসে ওঠেছে

এই কন্টেন্ট শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *