আন-নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন

বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউপির দুঃস্থ অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আন-নাজাত ফাউন্ডেশন। ফাউন্ডেশনের দায়িত্বশীলরা সহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহাদুরপুর জালালিয়া মাদ্রাসার মুহতামিম আব্দুর রকিব দরবস্তী, বারইগ্রাম বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা গৌছ উদ্দিন সাহেব, মাওলানা হাবীবুর রহমান গং।

৩ টি স্পট লাউতা,বাহাদুরপুর জালালিয়া মাদ্রাসা ও টিকরপাড়ায় শীতার্ত অনেকের মাঝে শীতবস্ত্র বন্ঠিত হয়।
কারো দিকে তাকিয়ে না থেকে যার যার অবস্থান থেকে শীতার্তদের পাশে দাঁড়ানো প্রতিটি মানবতা বোধ সম্পন্ন মানুষের কর্তব্য।

আন-নাজাত ফাউন্ডেশন তার প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা দাওয়াহ ও মানবতার কল্যাণে সাধ্য অনুযায়ী অসহায় দরিদ্রদের পাশে থাকার চেষ্টা করেছে। শীতার্ত মানুষের শীত লাঘব ও তাদের সহযোগিতার জন্য উৎসাহিত করতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে। যদিও তা পর্যাপ্ত নয় তবুও সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে আন-নাজাত দুঃস্থদের পাশে দাঁড়াতে চেষ্টা করেছে এবং এ প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এই কন্টেন্ট শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *