আমার বিয়ানীবাজার পোর্টালের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

AmarBeanibazar24dotCom-6-1024x576 আমার বিয়ানীবাজার পোর্টালের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

১৫ সেপ্টেম্বর-২০২৪ রবিবার বাদ মাগরিব বিয়ানীবাজার থানাধীন বারইগ্রাম বাজারে কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন পোর্টালের পরিচালক ও প্রধান সম্পাদক হাফিজ মুফতি আব্দুর রহমান রাহমানী সাহেব।

তিনি বলেন- ইসলাম দেশ ও মানবতার কল্যাণে, সত্য সংবাদ আর সৃষ্টির কল্যাণে আপসহীন থাকার মহান লক্ষে কাজ করবে আমার বিয়ানীবাজার পোর্টাল। পরবর্তীতে বিয়ানীবাজার টাইমসের সম্পাদক জনাব তোফায়েল আহমদ, জনাব আলতাফ হুসেন, মাওলানা আব্দুর রকিব, মাওলানা জালাল উদ্দিন, মুক্তি মিডিয়ার সম্পাদক রুহুল আমিন, মুক্ত বাতাস চ্যানেলের পরিচালক মাসুম বিল্লাহ সহ অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করেন এবং চমৎকার পরামর্শ দেন। সেই সাথে যে কোনো সহযোগিতারও আশ্বাস প্রদান করেন। সবশেষে পোর্টালের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবী; শিক্ষানুরাগি জনাব মাতিকুর রহমান মাতিক সাহেবের বক্তব্য ও বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা গৌছ উদ্দিন সাহেবের দুআর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই কন্টেন্ট শেয়ার করুন:

One thought on “আমার বিয়ানীবাজার পোর্টালের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

Leave a Reply to Abdur Rahman Cancel reply

Your email address will not be published. Required fields are marked *